গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ১
১৬ আগস্ট, ২০১৩ ১৪:৩৬:১৭
Sample Post
গাজীপুরের কালীগঞ্জে আজ শুক্রবার সকালে উপজেলার দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় এক দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় নসিমনচালকসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- নসিমনচালক রাসেল (৩০) এবং যাত্রী রহিম উদ্দিন (৩৫)। আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নোয়াখালী থেকে ঢাকামুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে দড়িপাড়া রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ক্রসিংয়ের প্রতিবন্ধক নামিয়ে দেওয়া হয়। কিন্তু নসিমনচালক তা এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন এবং দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনটির ধাক্কায় নসিমনটি ছিটকে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনচালক রাসেল ও যাত্রী রহিম। পরে রেল পুলিশ লাশ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।